সাহেদ হোসেন দিপু
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এ শ্লোগান নিয়ে হাইমচরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এবং সমবায় সমিতির সভাপতি জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
এসময় তিনি বলেন, ৭০ দশকে সমবায় সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া একটি উন্নয়নমূলক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বাংলাদেশের প্রায় ১ কোটি ৮০ লাখ লোক স্ব-স্ব অবস্থানে থেকে কর্মসংস্থানে নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহ করছে। পাশাপাশি অর্থনৈতিক দিকে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সংগঠনটি আগামি দিনে সফলতার সাথে এগিয়ে যাবে বলে আমি মনে করি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন ও সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম।