হাজীগঞ্জ পৌর নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে দাখিলকৃত ৭৪ জন প্রার্থীর মধ্যে দুইজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহজালাল এবং ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ আলী আজ্জমের মনোনয়নপত্র বাতিল করেন।
শাহজালাল তার পরিচিত একজন ব্যবসায়ীর ব্যাংক ঋণের জিম্মাদার ছিলেন। তিনি ঋণ খেলাপী হওয়ায় জিম্মাদার হিসেবে শাহজালালের এবং মনোনয়ন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় সৈয়দ আলী আজ্জমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এদিন নৌকার প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চুর মনোনয়নপত্র বৈধ হয়।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী এবং ১২টি ওয়ার্ডের ৫৭ জনের মধ্য ৫৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়পত্র বৈধ হয়। মনোনয়নপত্র যাছাই-বাছাইকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, পৌরসভার সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন এবং কাউন্সিলর পদে ৬৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪ জন মেয়র ও ৯ জন কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৩ জন মনোনয়পত্র দাখিল করেননি। এর মধ্যে ৬নং ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিক যেদিন মনোনয়নপত্র সংগ্রহ করেন সেদিন রাতেই তিনি মারা গেছেন।
উল্লেখ্য, সংরক্ষিত-১ (ওয়ার্ড নং ১, ২ ও ৩) থেকে ২ জন, সংরক্ষিত-২ (ওয়ার্ড নং ৪, ৫ ও ৬) থেকে ৩ জন, সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং ৭, ৮ ও ৯) থেকে ৬ জন, সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং ১০, ১১ ও ১২) থেকে ৪ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সবার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে ৫ জন, ২নং ওয়ার্ড থেকে ৮ জন, ৩নং ওয়ার্ড থেকে ৬ জন, ৪নং ওয়ার্ড থেকে ৪ জন, ৫নং ওয়ার্ড থেকে ৪ জন, ৬নং ওয়ার্ড থেকে ৪ জন, ৭নং ওয়ার্ড থেকে ৩ জন, ৮নং ওয়ার্ড থেকে ৩ জন, ৯নং ওয়ার্ড থেকে ৬ জন, ১০নং ওয়ার্ড থেকে ৬ জন, ১১নং ওয়ার্ড থেকে ৪ জন এবং ১২নং ওয়ার্ড থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে একজন ছাড়া সবার মনোনয়নপত্র বৈধ হয়।
মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন। বৈধ প্রার্থীরা আগামি ১০ জানুয়ারির মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। প্রার্থীদের মাঝে ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং আগামি ৩০ জানুয়ারি ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে।
৪ জানুয়ারি, ২০২১।