হাজীগঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গঠনকল্পে মতবিনিময়


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে রোটারী ক্লাব অব হাজীগঞ্জে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রনজিৎ কুমার বনিক, চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রিয় সভাপতি সরদার আবুল বাশার।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবারেত উল্যাহ মানিক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. সেলিম পাটওয়ারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, ব্যবসায়ী, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। সভায় উপজেলা কমিটি গঠনকল্পে উপস্থিতির মতামত গ্রহণ করা হয়। এসময় শীঘ্রই উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

০১ অক্টোবর, ২০১৯।