আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দল ইউএই শাখার উদ্যোগে গনতন্ত্র হত্যা দিবস পালিত।

দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক দল ইউএই শাখার উদ্যোগে ৫ই জানুয়ারী গনতন্ত্রের হত্যা দিবস উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জনাব শহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ সালাম খান। সৈয়দ বদরুল আলম বাদল এর সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমানুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো: সামছুল আলম, প্রকৌশলী আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম রুপু।

এতে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খান, নাসির চৌধুরী, কাজী আব্দুল বারী, আবু নাছের, এবিএম জাহাঙ্গীর, মোহাম্মদ এরশাদ চৌধুরী, সৈয়দা দীবা, মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, নুর মোহাম্মদ ও রবিউল আলাম সহ আরও অনেকে। এতে আমিরাত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।