কচুয়ায় কালভার্ট ভেঙে মরণফাঁদ ॥ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

ফয়সাল আহমেদ
কচুয়ায় একটি কাঁচা সড়কের কালভার্ট ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া ঈদগাঁ-বক্সগঞ্জ কাচাঁ সড়কের কালভার্ট ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারীদের জন্য তৈরি হয়েছে মরণফাঁদ। সড়কটি দিয়ে সেঙ্গুয়া, মেঘদাইর, বক্সগঞ্জসহ ১০টি গ্রামের মানুষ চলাচল করে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আবু তালেব, আব্দুর রাজ্জাক ও আব্দুল বাতেন জানান, সেঙ্গুয়া ঈদগাঁ-বক্সগঞ্জ কাচাঁ সড়কের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে কালভার্টটি প্রায় এক বছর ধরে ভেঙে একটু একটু করে গর্তের সৃষ্টি হয়। তবুও ঝুঁকি নিয়ে মানুষ ছোট ছোট যানবাহনে চলাচল করে। কিন্তু বর্তমানে গর্তটি বিশাল আকার ধারণ করায় যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে কাঁচা সড়কের মাঝে কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্তমানে এটি নাজুক অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চালক শাহ আলম, জিসান বেপারী ও ব্যবসায়ী স্বপন মিয়া বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যেতে পারছে না। তাছাড়া কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা যানবাহন না চলায় পায়ে হেঁটে আসা যাওয়া করছে। অনেক দিন ধরে কালভার্টের ওপরের গর্তের সৃষ্টি হয়েছে। আগে চলাচল করা গেলেও এখন বড় গর্ত হয়েছে। একটু ভালো আছে। যাওয়ার জন্য তাও ঝুঁকিপূর্ণ। ওই সড়ক দিয়ে চলাচল করলে গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গাজী বলেন, কালভার্টটি ভেঙে যাওয়া চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর। এ ব্যাপারে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে কালভার্টের ব্যাপারে জানিয়েছি। উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে দ্রুতই কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

১২ মে, ২০২৪।