কচুয়ায় ৮ শিক্ষক সাময়িক বরখাস্ত

কচুয়া ব্যুরো
কচুয়ার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান (৫) অগ্নিদগ্ধে মারা যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলায় ওই বিদ্যালয়ের ১০ শিক্ষকের মধ্যে ৮ জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অগ্নিদগ্ধের ঘটনার তদন্ত শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের শিক্ষক সাহিদা আক্তার, ফারুক হোসেন, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, সুমি আক্তার, কাজী শাকিরীন, ফয়েজুন নেছা ও ফাতেমা আক্তারকে সাময়িক বরখাস্ত করেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান শিশুটিকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ায় ও শিক্ষক হাফসা আক্তার শান্তা ওইদিন ছুটিতে থাকায় তাদের দু’জনকে বরখাস্ত করা হয়নি বলে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা জানান।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ১১টার দিকে স্কুলের ময়লার স্তুপে সামিয়া রহমান অগ্নিদগ্ধ হয়ে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি ৬ দিন পর মারা যায়। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়।

০২ ফেব্রুয়ারি, ২০২৫।