কচুয়া ব্যুরো
‘সমবায় শক্তি সমবায় মুক্তি’এই শ্লোগানে কচুয়ায় কেন্দ্রিয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
সমিতির সভাপতি আলহাজ জাবের মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সমিতির সহ-সভাপতি ইদ্রিস পাটওয়ারী, সমবায়ী আলী আশ্রাফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল আলম, জুনিয়ার অফিসার মাসুদুল হক, ইউসিসিএ’র পরিদর্শক ইব্রাহীম মোহামদ আলী রাজীব, ইব্রাহীম খলিলসহ বিভিন্ন সমিতির সভাপতি ও ম্যানেজারবৃন্দ।

