ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে আ.লীগ সরকার আছে, থাকবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হাইমচরে ত্রাণ সামগ্রী বিতরণকালে


সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে আওয়ামী লীগ সরকার আছে, থাকবে। যে সরকার জনগণের দুর্দিনে পাশে দাঁড়ায় সেই সরকার জনবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার বলেই আজ ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে এসে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশেই ক্ষতিগ্রস্ত মানুষজনের মাঝে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নগদ অর্থ, ডেউটিনসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশের মানুষজন সুখে শান্তিতে বসবাস করছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলা হলরুমে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুর রহমান চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন হাইমর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাাহাদাত সরকার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, সমাজসেবা অফিসার ফেরদৌসি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।