স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক উকিলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন শহরের তালতলা বকাউল বাড়ি এলাকায় বসবাস করেছেন।
আবদুল মালেক উকিল ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত কমান্ডার তোফায়েল আহমেদ সাগর, মেয়ে নুরজাহান বেগম সেতু ও ৩ নাতনীসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত শুক্রবার বাদ জুমা ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজা শেষে বাদ আছর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতি সংসদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৪।