নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন ও রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টামটা উত্তর ও সাড়ে ১১টায় রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইউপি কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, সারা দেশে শাহরাস্তি-হাজীগঞ্জ হবে মডেল সংসদীয় এলাকা, সে লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের সমান সুযোগ নিশ্চিতে কোন মানুষকে রাজনৈতিক বিবেচনায় না দেখে, সংবিধান ও রাষ্ট্রীয় বিবেচনায় দেখুন।
তিনি বলেন, বয়স কত হলো, সেটা বিবেচনা না করে, মনের শক্তি সাহস বাড়িয়ে তুলুন। শুধু নিজের জন্য নয়, প্রতিবেশী মানুষের জন্য তাদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করুন। প্রতিদিনই লক্ষ্য থাকে একজন অসহায় নিপীড়িত মানুষের সেবায় এগিয়ে আসা ও তার মুখে হাসি ফোটানো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি সারা দেশকে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনতে উন্নয়নের যে কর্মসূচী হাতে নিয়েছেন তা বাস্তবায়নে যা করণীয় আমরা তা করবো, ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার জন্য কাজ করি এবং ভবিষৎ করে যাব। আপনাদের অভিবাবক হিসেবে আছি, প্রত্যেকের পাশে থাকব। সেবা প্রত্যাশীরা যেন ইউনিয়ন পরিষদ থেকে সঠিক ও কার্যকরী সেবা পায়, সেদিকে যতœবান হবেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সবাই যেন সমানভাবে নাগরিক সুবিধা পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইউনিয়ন পরিষদ হবে সব জনগনের আস্থা ও বিশ^াসের স্থান। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন ২০৪১ সালের পূর্বেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মকবুল হোসেন, শাহরাস্তি পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মোবারক হোসেন খাঁন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, টামটা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, উপজেলা যুবলীগ আহŸায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ আরো অনেকে।
সভায় নির্বাচিত ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০১ মার্চ, ২০২২।