ফাতেমা খাতুন রুনার “আনমনে আছি “


ভোরের চোখ,বিনোদনঃ

বসে আছি সখা
তুমি আসবে বলে –
আনমনে ভাবি তাই
প্রতি ক্ষনে ক্ষনে-
সেই যে এসেছিলে
আমার পুস্পের বাগানে –
কত ফুল ফুটে ছিলো
সে দিন আমার কাননে –
আজ নেই তুমি
নেই কাননের ফুল-
পরে আছে কিছু স্মৃতি
আর কিছু অজানা ভুল –
তবুও তোমার আসায়
পথ চেয়ে বসে আছি –
ফিরে আসবে কবে কখন
বলবে নন্দনী তোমায় ভালোবাসি-
নিঝুম সন্ধ্যায় তোমাকেই
তোমাকে কেবল মনে পরে যায় –
এ জীবনে যদি দেখা নাহি হয়
সেই ভাবনায় মনেতে থাকে ভয় –
এখানে রবো বসে
যাব না আর নীড়ে ফিরে –
যত আসুক বিপদ আপদ
বালা-মসিবত ঘিরে –
আমি তোমার এটাই যানি
তোমাকে আমার বলেই মানি –
আজো তাই আছো হৃদয়ের রাজা
দাও তুমি আমায় যতই সাজা –