মতলব উত্তরে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

মতলব উত্তর সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোকছেদুর রহমান। -ইল্শেপাড়

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার গজরা ব্লকে ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা ও ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশের আয়োজনে এসআরডিআই ডিএই এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর বিকেলে গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হারিফ দর্জির সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোকছেদুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার জমিতে ব্যবহার করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে। না হলে ভালো সফল উৎপাদন করা সম্ভব নয়। বিভিন্ন জাতের বীজ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। এ ফসল চাষাবাদ করে কৃষকরা লাভবান হবেন, তেমনি দেশ এগিয়ে যাবে, মাটিও সুরক্ষা থাকবে। আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে ফসল উৎপাদন করুন। ইন্টারনেট এর মাধ্যমে তা জানা যাবে অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার মাধ্যমে জানা যাবে। আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে ফসল উৎপাদন করুন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের সার্বিক সহোযোগিতা করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৈয়ব আলী, ড্রাগন ফাটিলাইজার বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার তারিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা নজরুল ইসলাম ও মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় মাঠ দিবসে আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, কৃষক প্রতিনিধি আলী আকবর মাস্টার, সালেহা বেগম, হাজি সুরুজ মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রউফ, স্বপন চন্দ্র দাস, আনজু আরা বেগম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ইউপি সদস্য আবদুস সাত্তার, মো. শহিদুল্লাহ, নুরুল ইসলাম, শাহজালাল মাস্টার, মো. শাহআলম, সমাজসেবক আলী হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামমহ বিভিন্ন স্তরের শতাধিক কৃষক।