স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সীমিত সামর্থ্যরে মধ্যেও চাঁদপুর জেলা পরিষদ ব্যাপক জনসেবা ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে ধাপে ধাপে আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে চাঁদপুর জেলা পরিষদ। নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের মালিকানাধীন অব্যবহৃত ও অবৈধ দখলে থাকা সম্পত্তি লিজ প্রদানের মাধ্যমেও আয় বাড়ানো হয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদ সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আবদুল মান্নানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সচিব মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্য যথাক্রমে মো. আল-আমিন ফরাজী, নূরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, রফিক আহমেদ তালুকদার, মো. বিল্লাল হোসেন, এস এম আল মামুন সুমন, মহিলা সদস্য খোদেজা রহমান, রওনক আরা রত্না, জোবেদা বেগম খুশি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা (চ.দা.) শেখ মহিউদ্দিন রাসেল, প্রধান সহকারী মো. মজিবুর রহমান, একাউনটেন্ট ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিনসহ জেলা পরিষদের বিভিন্ন শাখার প্রধান।
- Home
- প্রথম পাতা
- সীমিত সামর্থ্যরে মধ্যেও জেলা পরিষদ ব্যাপক জনসেবা ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে
Post navigation
