ইল্শেপাড় রিপোর্ট :
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছে। আপনি যদি সফল হতে চান, আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। এজন্য সামনের দিনগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে। সহজে প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আপনাদের জন্য আটটি পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী শাম্মী।
১) পরীক্ষার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন। কোনভাবেই অস্থির হওয়া যাবে না।
২) আপনি যেভাবে এতদিন পড়েছেন সে পদ্ধতি অনুযায়ী পড়া চালিয়ে যান। নতুন করে কোনো পদ্ধতি অনুসরণ করা উচিত নয়।
৩) শেষ সময়ে এসে বাসায় মডেল টেস্ট দিতে পারেন। এতে পরীক্ষার পদ্ধতি এবং সময় সম্পর্কে সচেতন হতে পারবেন।
৪) আগে যা পড়েছেন তা ভালোভাবে রিভাইস দিন। এ সময় এসে নতুন করে কোনো বিষয় না পড়াই উত্তম।
৫) যে বিষয়গুলো কঠিন মনে হবে তা লিখে লিখে পড়ুন। এতে কঠিন বিষয়গুলো আপনার জন্য সহজ হবে।
৬) পড়ার সময় শুধু প্রশ্ন এবং উত্তরটি পড়ুন এতে পরীক্ষার হলে একাধিক উত্তর থেকে সঠিক উত্তরটি বাছাই করা আপনার জন্য সহজ হবে।
৭) উড় ঢ়ড়ংরঃরাব, ংঢ়বধশ ঢ়ড়ংরঃরাব ধহফ ঃযরহশ ঢ়ড়ংরঃরাব ঃযবহ ুড়ঁ রিষষ মবঃ ধ ঢ়ড়ংরঃরাব ৎবংঁষঃ.
৮) পড়ার প্রতি মনোযোগ দেয়ার পাশাপাশি নিজের স্বাস্থের প্রতিও যতœ নিন।
- Home
- উপসম্পাদকীয়
- ৩৮তম বিসিএস : প্রিলির ৮ গুরুত্বপূর্ণ পরামর্শ