পূর্ব বড়ালী শাহজাহান কবির উবি’র
মমিন হোসেন
পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার আহাম্মেদ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের অধ্যাপক কে এম মাছুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ঠিকমত পড়ালেখা করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। লেখাপড়া করেই দেশের মানুষের কল্যাণে কাজ করা যায়। তাই অবশ্যই শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাও. মো. ইউনুছ। এসময় আরো উপস্থিত ছিলেন পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম, নুরে আলম, আব্দুর রহমান রানা, কাজী মো. তারেকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।