সাইফুল মিজান
কচুয়ায় ভয়াবহ ভগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার শুয়ারুল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে শাহ আলমের মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান দ্রæত চারদিকে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডের খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততোক্ষণে ৩টি মুদি, ১টি চা স্টল ও ১টি সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।
শুয়ারুল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও ইবনে আল জায়েদ হোসেন।
০৬ নভেম্বর, ২০২৩।