কচুয়ায় চেয়ারম্যান মাহবুব, ভাইস চেয়ারম্যান শাহজালাল ও জোসনা নির্বাচিত

ফয়সাল আহমেদ
কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মাহবুব আলম টেলিফোন মার্কা প্রতীকে বিজয়ী হয়েছেন। টেলিফোন মার্কা প্রতীকে মাহবুবে আলম পেয়েছেন ৩৪ হাজার ১শ’ ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১শ’ ৭০ ভোট।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে শাহজালাল প্রধান জালাল নির্বাচিত হয়েছেন। শাহজালাল প্রধান জালাল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৮শ’ ৯৯ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক রাকিবুল হাসান পেয়েছেন ৪২ হাজার ৮শ’ ৮৭ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জোসনা আক্তার। জোসনা আক্তার ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২শ’ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন আক্তার প্রজাপতি মার্কা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪শ’ ৪৬ ভোট।
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (৫ জুন) ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ সম্পন্ন হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে।
এদিকে নবনির্বাচিত উপজেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে।

০৬ জুন, ২০২৪।