কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ


আহসান হাবীব সুমন
কচুয়ায় উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল শনিবার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার সাচার ঘোগড়ার বিল সংলগ্ন উন্মুক্ত জলাশয় ও মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি জলমহলে দেশীয় প্রজাতির রুই, কাতল ও মৃগেল মাছের ২৫০ কেজি পোনা অবমুক্তকরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, শহীদ দর্জি, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিন্নত আলী তালুকদার, আলাউদ্দিন লিটন, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক বটুকৃষ্ণ বসু, মামুনুর রশিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজিব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন।

২৫ আগস্ট, ২০১৯।