কচুয়া ব্যুরো
উৎসবমুখর পরিবেশে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আ. মান্নান, সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মনির হোসেনকে নির্বাচিত করা হয়।
গতকাল সোমবার নোয়াগাঁও তালিমুল উম্মা নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রব মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কবির হোসেন, সদস্য কাজীর টগর, আবুল খায়ের মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা মেম্বার, ইউনিয়ন যুুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ফারুক মোল্লা, শরিফ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামি ৩ বছরের জন্য ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি পদে আ. মান্নান, সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মনির হোসেনকে নির্বাচিত করা হয়।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।