আহসান হাবীব সুমন
‘গাছ বাচাঁন পরিবেশ রক্ষা করুন’ এ স্লোগানে কচুয়া উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান শিশির বিভিন্ন গাছে লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণের অভিযানে নেমেছেন।
তিনি গত কয়েকদিন যাবৎ তাঁর নিজস্ব ফেসবুক ওয়াল থেকে কচুয়াবাসীর কাছে, ‘গাছ বাঁচান, পরিবেশ রক্ষা করুন ও গাছকে পরিপূর্ণভাবে বেড়ে উঠার জন্য সহযোগিতা করুন এবং গাছে লাগানো বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার জন্য’ নির্দেশ (নোটিশ) দিয়েছেন। এরপর নোটিশের সময় অতিক্রম হওয়ার পরে উপজেলা চেয়ারম্যান গতকাল রোববার উপজেলা পরিষদ সড়কের পাশে থাকা গাছে লাগানো বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরানোর কাজে নেমে পড়েন।
এসময় সাংবাদিকদের কচুয়া উপজেলা চেয়ারম্যান বলেন, আল্লাহ পাক মানুষদের জবান দিয়েছেন। তাই মানুষকে কেউ আঘাত করলে প্রতিউত্তর দিতে পারে, কিন্তু পরিবেশ বান্ধব ও মানুষের অক্সিজেন তৈরীর উৎপাদন গাছকে আমরা যে যার মত করে বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন লাগাতে গাছের উপর বড়-বড় লোহার পেরেক মেরে গাছকে সঠিকভাবে বেড়ে উঠকে বাঁধা দিচ্ছি।
তিনি আরো বলেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে, তাই গাছকে সম্পূর্ণ বেড়ে উঠার আগে কিছু দিয়ে আঘাত করলে সে গাছটিও আঘাত পায়। আসুন গাছকে সবাই রক্ষা করি, সবাই মিলে পরিবেশ বাঁচাই। যতদিন বাঁচবো ততোদিন এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির একযোগে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তার পাশে খালি জায়গায় ৬৮ হাজার বিভিন্ন ফলজ ফলদ বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক প্রতিকূলতা ও বজ্রপাত থেকে মানুষ রক্ষা পেতে কচুয়ায় ৫ হাজার তাল গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৯।