আহসান হাবীব সুমন :
কচুয়ায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে ১৮৬ জন অনুপস্থিত ছিলো। জেএসসি পরীক্ষায় ৫ হাজার ৩শ ৭৪ জনের মধ্যে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ১৫ জন, সাচার উচ্চ বিদ্যালয়ে ২৯, রহিমানগর বিএববি উচ্চ বিদ্যালয়ে ১৫জন, পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১জন ও জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অপর ৫টি মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৯শ’ ৩১ জনের মধ্যে ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ২১ জন, বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪জন, চৌমুহনী আলিম মাদ্রাসায় ১৩ জন, মনোহরপুর ফাজিল মাদ্রাসায় ২২জন ও রাগদৈল আলিম মাদ্রসা কেন্দ্রে ২৬ জন অনুপস্থিত ছিল। ভোকেশনাল কেন্দ্র সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪জন অনুপস্থিত ছিল।
প্রথম দিনের পরীক্ষায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও ভিজিল্যান্স টিমের সদস্যরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ নীলিমা আফরোজ বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথম দিনে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

