কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কচুয়া ব্যুরো :
কচুয়া উপজেলার শাহারপাড় গ্রামে পানিতে ডুবে তাজওয়ার আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। সে ওই গ্রামের নাজির আহমেদের ছেলে।
পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে স্থানীয়রা শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রহিমানগর বেসিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।