কচুয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


কচুয়া ব্যুরো
কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যোগদানকৃত ওসি মো. ওয়ালী উল্লাহর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কচুয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ বলেন, সাংবাদিক ও পুলিশ নিবিড় সম্পর্কের মাধ্যমে মাদকসহ সব অপরাধমূলক কর্মকা- রোধ করা সম্ভব। তাই আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অপরাধমূলক কর্মকা-ের চিত্র তুলে ধরে আমাকে পেশাগত কাজ করার সহযোগিতা করবেন।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী, আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি খোরশেদ আলম খোকন, প্রচার সম্পাদক মেহেদী হাসান, কার্য নির্বাহী সদস্য জুয়েল হোসেন, সদস্য রাসেল আহমেদ সুমন প্রমুখ।
আলোচনা শেষে ওসি মো. ওয়ালী উল্লাহকে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।