আহসান হাবীব সুমন
ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা ও জাবাবদিহীতা নিশ্চিত করার লক্ষ্যে কচুয়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো. কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।
ইউপি সদস্য ফখরুল হাসান মিন্টুর পরিচালনায় ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. মফিজুর রহমান। এ সময় বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান আ. হালিম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবুর রহমান, সোহরাব হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সমাজসেবক জাফরুল হাসান খোকন, গ্রাম আদালতের সহকারী রাকিবুল ইসলাম রিসাদ, ইউনিয়ন পরিষদের সহকারী আলমগীর হোসেন প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় ও বাজেট ঘোষণা শেষে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ওই ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও হারমোনিয়াম বিতরণ করা হয়।
এছাড়া একই দিনে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ওই ইউনিয়নের তেতৈয়া গ্রামের ১০জন অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

