শাহ আলম
চাঁদপুরের মাছ বাজারগুলোতে পদ্মা-মেঘনা নদীসহ অন্যান্য জলাশয়ে দেশীয় মাছের আমদানি বেড়েছে। গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান থাকার কারণে নদী ও সাগরের মাছের আমদানি বন্ধ ছিলো। যার কারণে পুকুর ও অন্যান্য জলাশয়ের মাছের উপর নির্ভর করতে হয়েছে জেলাবাসীকে। দর যাই হোক বাধ্য হয়ে ক্রয় করছেন ক্রেতারা। তবে ৩১ অক্টোবরের পরে শহরের বাজার ও অলি-গতিতে বিক্রি শুরু হয় ইলিশ। এখন বাজারে দেশিয় মাছের আমদানি বেড়েছে।
শহরের পালবাজার গিয়ে দেখা গেছে, প্রচুর পরিমাণে পদ্মা-মেঘনা ও স্থানীয়ভাবে চাষকৃত মাছের আমদানি। তবে পালবাজারে একটি দোকানেও ইলিশের চিহ্ন পাওয়া যায়নি। যার কারণ হলো এখন বাজারের চাইতে ফেরি করে ইলিশসহ অন্যান্য মাছ বেশি বিক্রি হয়।
পাল বাজারের মাছ বিক্রেতা মৃণাল দাস, রহমি মুন্সি, আব্দুর রহমান বলেন, তেলাপিয়া মাছ প্রতিকেজি বড় ২৫০ টাকা, মাঝারি ১৮০-২০০টাকা, ছোট ১৩০-১৫০ টাকা। পাঙ্গাস ছোট (চাষের) ২৪০-২৬০ টাকা, বড় পাঙ্গাস (নদী) ৪৫০ টাকা থেকে ৭শ’ টাকা। পোয়া মাছ ছোট ২৫০ টাকা, বড় সাইজের ৪৫০ টাকা। রুই মাছ ছোট ২শ’ টাকা, মাঝারি ২৫০-২৮০ টাকা, বড় সাইজের রুই ৩৯০-৪০০ টাকা। কাতলা বড় সাইজ ৫৫০ টাকা, ছোট সাইজ ১৮০-২৫০ টাকা। গুড়া মাছ ২৫০ থেকে ৩০০ টাকা, গুড়া চিংড়ি ২শ’ টাকা, খলিশা ও পুঁটিসহ মিশ্রিত মাছ প্রতি কেজি ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে দেশীয় মাছের আমদানি বেড়েছে