এস এম সোহেল
দেশ মাতিয়ে সূফি লাইফ স্টাইল এখন চাঁদপুর শহরে। আধুনিক মানের পাঞ্জাবী, টি-সার্ট, সার্ট, প্যান্ট, মেয়েদের ফ্রগ, থ্রি-পিস, বাচ্চাদের পোশাকসহ বাহারী পোশাক নিয়ে চাঁদপুরে যাত্রা শুরু করলো সূফি লাইফ স্টাইল। গতকাল শনিবার বাদ আসর শহরের জেএম সেনগুপ্ত রোডের পূরবী মার্কেটের বিপরীত পাশে সূফি লাইফ স্টাইলের ৭ম শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শো রুমের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক ও রুচিশীল পোশাকের বিপুল সম্ভার রয়েছে সূফি লাইফ স্টাইলের শো-রুমে। সৌখিন চাঁদপুরবাসীর পছন্দের পোশাকের চাহিদা মেটাতে এ প্রতিষ্ঠানটি ভালো ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. শাহ মোহাম্মদ ওয়ালি উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মাহফুজ, চেয়ারম্যান মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদ আলম, ডিরেক্টর আহম্মেদ বিন নূর ও জুনায়েদ গোলজারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মাহফুজ জানান, এখানে আধুনিক মানের পাঞ্জাবী, টি-সার্ট, সার্ট, প্যান্ট, মেয়েদের ফ্রগ, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক পাওয়া যাবে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে সূফি লাইফ স্টাইল শো-রুমের উদ্বোধন করলেন জাহিদুল ইসলাম রোমান