
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বহু আগেই উন্নত দেশে পরিণত হতো
………………….আলহাজ ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম হয়েছিল বলেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আমরা। এক বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ছিলেন বঙ্গবন্ধু। তাঁর নেতৃত্ব গুণ ছিল অসাধারণ, অতুলনীয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বহু আগেই উন্নত দেশে পরিণত হতো। তবে দেরিতে হলেও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের দিকে ধাবিত। ইনশাআল্লাহ ২০৪১ সালের মধ্যেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত এক রাষ্ট্র।
তিনি গত রোববার সকালে চাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি রহিম বাদশা, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জান্নাতুল বাকী বিল্লাহ উপম পাটওয়ারী, জেলা যুবলীগ নেতা কামাল হোসেন লালু, সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান পরান, জেলা পরিষদের হিসাবরক্ষক মো. ইকবাল হোসেন, প্রধান সহকারী মো. মুজিবুর রহমান, সার্ভেয়ার নাছির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার পর বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এর আগে চাঁদপুর অঙ্গীকার স্মারক ভাস্কর্যের সামনে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালিতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাদ জোহর বাবুরহাট বাজার জামে মসজিদে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।