জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কচুয়ায় র‌্যালি ও আলোচনা সভা


কচুয়া ব্যুরো
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ শ্লোগানে কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় মিলিতি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ডা. আকতারুজ্জামান, মো. খোরশেদ আলম, ডেন্টাল সার্জন ডা. মাসুদ রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব দপ্তর ও পুষ্টি কার্যক্রম প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।