স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্ত্রী পরিষদ সচিব মজিবুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার সকাল ১১টায় মন্ত্রী পরিষদ থেকে বিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের জেলার জেলা প্রশাসকদের সাথে সরাসরি যুক্ত হন।
এ সময় তিনি বলেন, পুলিশের পাশাপাশি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজার আয়োজকগণ স্বেচ্ছাসেবক টিম গঠন করে পুিলিশের পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্ব পালণ করবেন। পূজা মন্ডপগুলোতে নারী দর্শনার্থীদের দেহ তল্লাশীর জন্য নারী স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। নারী-পুরুষ দর্শনার্থীরা পূজা মন্ডপে প্রবেশের জন্য পৃথকভাবে ২টি পথ তৈরি করতে হবে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিমের সদস্যরাও দায়িত্ব পালন করবে। পূজা চলাকালে সোস্যাল মিডিয়ার প্রতি প্রশাসন কড়া নজরদারি রাখবে। যদি কোন ব্যক্তি সোস্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, পূজা মন্ডপগুলোতে ২৪ ঘণ্টা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। ঢাকার রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করবেন। সেজন্য রাস্তা-ঘাট সুন্দর রাখতে হবে। যেসব এলাকায় পূজা মন্ডপ রয়েছে সেসব এলাকার রাস্তায় বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি জেনারেটরের ব্যবস্থাও রাখতে হবে। ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিজয়া দশমীর দিন অর্থাৎ বিসর্জনের বিষয়টি বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কিছু পূজামন্ডপে বিশেষ আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসকদের নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশ দেয়া হয়েছে।
সচিব নির্দেশ দেন- জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যাতে করে স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহে রাখেন। যেখানে নদী ভাঙন রয়েছে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক যেসব পূজা মন্ডপ পরিদর্শনে যাবেন তখন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে রাখার জন্য বলা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্ত্রী পরিষদকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে যাতে কোন ধরনের ইভটিজিংয়ের ঘটনা না ঘটতে পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দুর্গা পূজা উপলক্ষে কমিটি গঠন করে মনিটরিং করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাছাড়া পুলিশ প্রশাসনের মোবাইল ভিজিলেম টিম গঠন করতেও নির্দেশ দেয়া হয়।
মন্ত্রি পরিষদ সচিব মজিবুর রহমান এই সময় ঢাকা, মুন্সীগঞ্জ, সাতক্ষিরা, চট্টগ্রাম, পাবনা, সিলেট, বগুড়া, ঠাকুরগাঁও, নেত্রকোনা, নড়াইল, পিরোজাপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার দেশ প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।
এ মতবনিমিয় সভা উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারীসহ আরো অনেকে।
২৯ সেপ্টেম্বর, ২০১৯।