স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ। যার মধ্যে রয়েছে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান এবং ট্রাফিক আইন না মেনে যানবাহন চলাচল করা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এছাড়া শহরে প্রবেশের দু’টি গুরুত্বপূর্ণ মুখে চেকপোস্ট বসানো হয়েছে। যাতে করে সড়কপথে মাদক পাচারসহ বেআইনী কাজ প্রতিরোধ করা যায়।
গত ১২ মে থেকে শুরু হওয়া চলমান এই অভিযানের এক সপ্তাহে অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা মোটরযানের উপর ১শ’ ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে ও সার্বিক তত্ববধায়নে এসব অভিযানের নেতৃত্ব দিচ্ছেন চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. ফয়সাল আহম্মেদ ভূঁইয়া।
তিনি জানান, মাহে রমজান এবং ঈদকে সামনে রেখে মানুুষের নিরাপদ চলাচল নিশ্চিত করনে এবং যানজট নিরসনে জেলা পুলিশের সাথে আমরা কাজ করে যাচ্ছি। ১৫ রমজানের পর থেকে স্কাউট, কমিউনিটি পুলিশ এবং পৌরসভা আমাদের যাথে কাজ করবে। আমরা মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে কাজ করছি।
মো. ফয়সাল আহম্মেদ ভূঁইয়া আরো বলেন, যানবাহনের কাগজপত্র, চালকের লাইসেন্স, অবৈধ অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের উপর আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবস্থাতেই শহরে অবৈধ যানবাহন চলতে দেয়া হবে না। তাছাড়া এবার ঈদকে সামনে শহরে দু’টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। চলতি অভিযানে এক সপ্তাহে মোটরযানের উপর ১শ’ ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের পূর্ব পর্যন্ত সড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- Home
- প্রথম পাতা
- ট্রাফিক পুলিশের অভিযান চাঁদপুরে এক সপ্তাহে ১৭৩ মামলা