নারায়ণপুরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

অ্যাড. রুহুল আমিন আ.লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায়

মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা, বাদ আছর ও বাদ মাগরিব ইউনিয়নের বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজের পর ইউনিয়নের আব্দুল মবিন প্রধানীয়া বাড়ির জামে মসজিদ, গোবিন্দপুর মুন্সি বাড়ি জামে মসজিদ, বাদ আছর চাপাতিয়া জামে মসজিদ, বাদ মাগরিব নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদসহ ইউনিয়নের বিভিন্ন মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাও. মো. জয়নাল আবেদীন, আব্দুল মবিন প্রধানীয়া বাড়ি জামে মসজিদের খতিব মাও. মোস্তফা কামাল এবং গোবিন্দপুর মুন্সি বাড়ি জামে মসজিদের খতিব মাও. শহীদুল্লাহ মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান প্রধান, সাবেক ছাত্রনেতা মো. সাহীদ খালেদ সামছু, আওয়ামী লীগ নেতা আলম মুন্সি, আলী আক্কাস তালুকদার, বাবুল প্রধান, ইউনিয়ন যুবলীগ নেতা মো. রিপন প্রধান প্রমুখ।