প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে কচুয়ায় ঢেউটিন, চাল ও চেক বিতরণ

আহসান হাবীব সুমন
কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন, জিআর চাল ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১শ’ ৫৬ জনকে জনপ্রতি ৩০ কেজি করে জিআর চাল, ২৬ পরিবারকে পরিবার প্রতি ৬ হাজার টাকার চেক ও ২৬ পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন করেন প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলী, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়র ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।

৩০ জুন, ২০১৯।