কচুয়া ব্যুরো
মুভি বাংলা স্যাটেলাইট টেলিভিশনে কচুয়া প্রতিনিধি হিসেবে আহসান হাবীব সুমন নিয়োগ লাভ করেছেন। গত সোমবার ঢাকা মিরপুর মুভি বাংলা স্যাটেলাইট টেলিভিশনের কার্যালয়ে ম্যানেজার (এডমিন এন্ড মার্কেটিং) এ.এম মাহাম্মুদ লিপন ও সম্প্রচার বিভাগের গোলাম মোশারফের হাত থেকে সাংবাদিক আহসান হাবীব সুমন কচুয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পত্র, আইডি কার্ড ও গাড়ির স্টিকার গ্রহণ করেন।
সাংবাদিক আহসান হাবীব সুমন ২০০৮ সালে সাপ্তাহিক কচুয়া বার্তা ও দৈনিক ইল্শেপাড় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা এ মহান পেশায় জড়িত হন। এছাড়া তিনি জাতীয় দৈনিক সকালের খবর ও ইংরেজি পত্রিকা দি নিউজ টুডে পত্রিকায় কচুয়া প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং জাতীয় দৈনিক সকালের খবর পত্রিকাটি বন্ধ হওয়ার পর তিনি বর্তমানে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কচুয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সাংবাদিক আহসান হাবীব সুমন সংবাদ পেশায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কচুয়া উপজেলাকে দেশব্যাপী মানুষের মাঝে তুলে ধরতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
- Home
- প্রথম পাতা
- মুভি বাংলা টিভিতে আহসান হাবীব সুমনের নিয়োগ লাভ
Post navigation

