সাইফুল মিজান
কচুয়া উপজেলার গোহট গ্রামে বৃহস্পতিবার (১ জুন) পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী দুই চাচাতো-জেঠাতো বোনের করুণ মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবা।
স্থানীয়রা জানান, গোহট লতিফিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ইভা সুলতানা ও সায়েরা রহমান আদিবা গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর পুকুরের পাড়ে পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে আকস্মিকভাবে পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটি’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, এর আগে কচুয়া উপজেলার বজুরীখোলা গ্রামে গত ৮ মে দুপুরে পানিতে ডুবে কাজী সুজাইদ রহমান ও কাজী তোহেরা আক্তার নামের ৫ বছর বয়সী জমজ দু’ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে।
০২ জুন, ২০২৩।
