শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমা শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ বায়তুল ফালাহ জামে মসজিদের এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাও. মো. আল আমিন এবং মিলাদ পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. জসিম উদ্দিন।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেদওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক কে এম মাসুদসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।

২১ জুলাই, ২০১৯।