সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দু’দিনের সফরে আজ চাঁদপুরে আসছেন। তিনি আজ বুধবার সকাল ৭টায় নৌ-পথে রওয়ানা হয়ে ১০টায় চাঁদপুরে পৌঁছবেন। এরপর সদর উপজেলার বাগাদীতে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। বিকেলে শহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে প্রফেসার পাড়ায় একটি উঠান বৈঠকে যোগদিবেন।
পরদিন বৃহস্পতিবার সকালে একটি ধর্মিয় অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিবেন। পরে নিজ বাসায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিম করবেন। বিকেলে হাইমচরে একটি নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। এছাড়া দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠান শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।