স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়নের হরিণা চালিতাতলী এ্যাডওয়ার্ড উচ্চ বিদ্যালয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ২টায় বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীর আহম্মেদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তপন কুমার দের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ. রশিদ গাজী, হানারচর ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার রাঢ়ী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় অংশ নেয় নবম শ্রেণি ও অষ্টম শ্রেণি। অষ্টম শ্রেণিকে ২-১ গোলে পরাজয় করে নবম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। রেফারীর দায়িত্ব পালন করেন শিক্ষক মো. রুবেল হোসেন।
২২ জুলাই, ২০১৯।