হাইমচর ব্যুরো :
সারাদেশে ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে হাইমচরের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাইমচর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আলোচনা সভায় পল্লী বিদ্যুতের ডিজিএম (ফরিদগঞ্জ অঞ্চল) মো. মোখলেছুর রহমান সভাপতিত্বে ও শাহনেওয়াজ টেলু পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক।
বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার হাফেজ আহম্মেদ, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, এজিএম মোসলেহ উদ্দিন, ইসি ছোট রাম শাহ, হাইমচর উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে হাইমচর উপজেলা শিল্পকলা একাডেমীর মো. শাহনেওয়াজ টেলু নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

