হাইমচর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

হাইমচর ব্যুরো
গতকাল বুধবার বেলা ১১টায় হাইমচর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. রহমান রিয়াদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, বর্তমান কমিটির সহ-সভাপতি ফারুকুল ইসলাম, জিএম ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. ইসমাইল হোসেন, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, অর্থ সম্পাদক গাজি সুজন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক মামুন হাসান।
সভায় হাইমচরে কর্মরত সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এবং প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় প্রেসক্লাব সভাপতি প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা প্রদানসহ আগামি মাসে প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ব্যাপক আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

৪ জুলাই, ২০১৯।