কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ

আহসান হাবীব সুমন
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনষ্ঠিত হয়েছে। গত সোমবার কলেজ মিলনায়তনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সাহাদাতের পরিচালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্শনামূলক বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম, কলেজের উপাধ্যক্ষ সোলাইমান মিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফা কামাল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন রিমু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। এসময় ফুলের মাধ্যমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
এছাড়া উপজেলার রহিমানগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে অনুরুপ নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
রহিমানগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্শনামূলক বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক আলী আশ্রাফ, মাকসুদা বেগম, সেলিম পাটওয়ারী, মমিনুর রহমান, আ. রহমান সিদ্দিকী, গিয়াস উদ্দিন, প্রভাষক খন্দকার মোকাররম, বিমল চন্দ্র প্রমুখ।

৩ জুলাই, ২০১৯।