কচুয়ার ওয়ারেন্টভূক্ত আসামি আটক


কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন আতিশ্বর গ্রামের ওয়ারেন্টভূক্ত আসামি জিয়াউদ্দিন জুয়েলকে আটক করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
গত ১২ মার্চ কচুয়া থানার এসআই মো. আবু হানিফ ওয়ারেন্টভূক্ত আসামি জিয়াউদ্দিন জুয়েলকে আটক করে চাঁদপুরের আদালতে প্রেরণ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
থানা সূত্রে জানা গেছে, জিয়াউদ্দিনের বিরুদ্ধে কচুয়া ও পার্শ্ববর্তী চান্দিনা থানায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিআর-৫৭/২০১৯ ও ৬৪/২০১৯ মামলা রয়েছে। জিয়া উদ্দিন এলাকায় বিভিন্ন অসামাজিক ও ফৌজদারী অপরাধের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জুলাই জিয়াউদ্দিন পরিবার-পরিকল্পনা পরিদর্শকের চাকরি হতে সাময়িক বরখাস্ত হয়।