আহসান হাবীব সুমন
জনগণের দোড়গরায় পুলিশের সব সেবাসমূহ পৌঁছে দেয়ার লক্ষ্যে কচুয়ায় পুলিশ সেবাসমূহ সম্পর্কিত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। পুলিশ সেবাসপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার কচুয়া থানা প্রশাসনের উদ্যোগে র্যালি ও পুলিশ সেবাসমূহ সম্পর্কিত বিষয়ে লিফলেট বিতরণের আয়োজন করা হয়েছে।
র্যালিটি কচুয়া থানা প্রাঙ্গণ থেকে বের হয়ে কচুয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে মিলিত হয়। এসময় জনগণের মাঝে পুলিশ সেবাসমূহ সম্পর্কিত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এএসপি (কচুয়া সার্কেল) শেখ রাসেল, কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামাল, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ীবৃন্দ।

