কচুয়ায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজ

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের অধিবাসী প্রবাসী ফারুক সরকারের মেয়ে দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১৫) নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ মেয়ের মা খাদিজা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় ডায়রি করেছেন। যার নং ৬৫৮ তারিখ ১৭/০৩/১৯ইং।
নিখোঁজ ডায়রি মতে, ১৬ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে সুমাইয়া রওয়ানা হয়। ১ম ঘণ্টার পর অসুস্থতার কথা বলে স্কুল থেকে বাড়ির দিকে চলে আসলেও সে বাড়িতে আসেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ ডায়রিতে আরো উল্লেখ রয়েছে, একই এলাকার কাদলা পূর্ব পাড়া সরকার বাড়ির আবুল হাশেমের ছেলে আলমগীর হোসেন (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়া অবুঝ সুমাইয়াকে কোথাও নিয়ে যেতে পারে বলে তারা ধারণা। অভিযুক্ত আলমগীর হোসেন ও তার ঘনিষ্ট বন্ধুর ব্যবহার করা দু’টি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং তারা দু’জনেই তাদের বাড়িতে নেই বলে খাদিজা আক্তার জানান। বিষয়টির সত্যতা জানতে তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল বলেন, বিষয়টি অধিকতর তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।