ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যৌথ সভা


দেশের অগ্রগতির জন্য নৌকার বিজয় নিশ্চিত করুন
……………………নাছির উদ্দিন আহমেদ

নবী নোমান
গতকাল সোমবার দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্র কমিটি ও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহামেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকার বিজয়ের মাধ্যমেই জাতির পিতা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আবার সেই নৌকার বিজয়ের মাধ্যমেই গত ১০ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশকে একটি মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় জনগণ বিগত সংসদ নির্বাচনে ফরিদগঞ্জসহ চাঁদপুরের সবক’টি আসনে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। একইভাবে আগামি ২৪ মার্চ ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি দলের সব নেতাকর্মী ও কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে নির্বাচনের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ফল নিয়েই আমরা ঘরে ফিরবো। এসময় তিনি, নির্বাচনে জয়লাভের বিষয় বিভিন্ন কর্মকৌশল উপস্থাপন করেন।
জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপদার, ফরিদগঞ্জ পৌর সভার মেয়র মাহফুজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মহিউদ্দিন খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী ও ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ।
এদিকে বিকালে নৌকার মার্কার সমর্থনে শোল্লা স্কুল এন্ড কলেজের মাঠে প্রার্থী জাহিদুল ইসলাম রোমান এক বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদারের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।