শাহরাস্তিতে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

কৃষকদের মাঝে স্বস্তি

নোমান হোসেন আখন্দ
সারা দেশে খাদ্য বিভাগের সরকারিভাবে ধান ক্রয়ের অংশ হিসেবে শাহরাস্তিতে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২ টায় বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক সুবর্ণা ভঞ্জ জানান, খাদ্য বিভাগের পক্ষ থেকে চলতি মৌসুমে শাহরাস্তি উপজেলায় ২৮৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা হারে প্রতিমন ধান ১০৪০ টাকা ধরে ক্রয় করবে সরকার। কৃষি অধিদপ্তরের অধীন কার্ডধারী প্রকৃত কৃষকরা সর্বোচ্চ ২৫ মন ধান বিক্রি করতে পারবে। প্রথম দিনে উপজেলার মেহার উত্তর ইউনিয়নের ৫ জন কৃষককের কাছ থেকে প্রায় ৪ টন ধান সংগ্রহ করা হয়। শাহরাস্তি উপজেলায় চলতি মৌসুমে বোরো সংগ্রহ ২২ মে থেকে শুরু হয়ে আগামি ৩০ জুলাই পর্যন্ত চলবে।
বোরো সংগ্রহ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. রুহুল আমিন, খাদ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, কৃষক লীগ সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী জনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারী, আশেক এলাহী, ইসহাক খন্দকার, জামাল হোসেন, খাদ্য গুদাম সহকারী আবদুর রহমান রুবেল, স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।