হাইমচর দুর্গাপুর উবিতে অভিভাবক সমাবেশ


শিক্ষক-অভিভাবক সমন্বয়ে শিক্ষার্থীদের মানুষ হিসেবে তৈরি করতে হবে
…………….নূর হোসেন পাটওয়ারী

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূর হোসেন পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ এ অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে আপনাদের সন্তানের কল্যাণের জন্য। আপনাদের আমাদের এ বিদ্যালয়ের সুনামের জন্য। আমরা সম্মিলিতভাবে সহযোগিতা করে এ ছেলে-মেয়েদের সু-শিক্ষা প্রদানের জন্য আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের সবাই যার-যার অবস্থান থেকে ছেলে-মেয়েদের দায়িত্ব পালন করতে হবে। যেমন একহাতে তালি বাজে না, দুই হাতে তালি বাজাতে হয়। তেমনি শিক্ষক অভিভাবক সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের মানুষ হিসেবে তৈরি করতে হবে।
তিনি বলেন, শুধু বই-পুস্তকে শিক্ষিত হলেই মানুষের মত মানুষ হয় না। মানুষের মত মানুষ হতে হলে আদর্শবান ভাল মানুষ হতে হয়। বিদ্যালয়ের ভাল ছাত্র রোলনং ১, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করে। যে ছেলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তাকে মানুষ বলা যায় না। সবাই সম্মিলিতভাবে সব কিছু নিয়ে একজন আদর্শবান ভাল ছাত্র গড়ে তুলতে পারবো তখনই হবে আমাদের স্বার্থকতা। ভাল ছাত্র এবং আদর্শবান ছাত্র তৈরি করতে হলে বাবা-মা, ভাই-বোন, শিক্ষক এবং বিদ্যালয়ের কমিটি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা এ বিদ্যালয়ে যে শিক্ষা প্রদান করছেন তা যথেষ্ট না। বিদ্যালয়ের শিক্ষার মান আরো বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, ছেলে ধরা, কল্লা কাটা গুজবে আতংকিত হবেন না। আপনার এলাকায় যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিবেন। কোন ব্যক্তিকে সন্দেহ করে গণধোলাই দেয়ার কোন অধিকার কারো নেই। সুতরাং আইন নিজের হাতে তুলে নিবেন না। কোন কিছু শুনলে আগে তার সত্যতা যাচাই করুন। না জেনে, না বুঝে ফেসবুকে কোন কিছু শেয়ার করবেন না।
গতকাল রোববার বেলা ১২টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও শিক্ষক আ. রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আমিন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা. হাফিজ আহমেদ, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আ. খালেক আখন, শাহিন মিজি, অভিভাবক মো. খোরশেদ কোতয়াল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ৪ শতাধিক অভিভাবকবৃন্দ।

২৯ জুলাই, ২০১৯।