কচুয়ায় অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

কচুয়া ব্যুরো
কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অগ্নিকা-ে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত ১২টার পর এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পাশের বাড়ির লোকজন আগুন দেখতে সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিেেফন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়।
ততোক্ষণে অহিদূল হকের মোটর গ্যারেজের আড়াই লাখ টাকা, ডা. রাজিবের ঔষধের দোকানের ২০ লাখ টাকা, কাউছারের মনোহরী দোকানের দেড় লাখ টাকা ও আবুল বাসারের মনোহরী দোকানের ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকা-ে চারটি দোকানের ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তারা এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে ক্ষুদ্র ব্যবসা করছে। দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন অসহায়।