কচুয়া ব্যুরো
‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই স্লোগানে কচুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথি রানী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বর্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান বেগম, উপজেলা বন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজার নুরজাহান বেগম প্রমুখ।
০১ অক্টোবর, ২০১৯।