কচুয়ায় জমে উঠেছে ঈদ বাজার


কচুয়া ব্যুরো
ঈদের বাকি মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে জমে উঠেছে কচুয়ার ঈদ বাজার। শপিং সেন্টারগুলোতে তোর উপচেপড়া ভিড়। নিজের পছন্দের পোশাক ক্রয় করতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা। আর ক্রেতার চাহিদার কথা মাথায় রেখেই দোকানগুলোতে দেশী-বিদেশী রঙ-বেরঙের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। ফুটপাথ থেকে শুরু করে অভিজাত শপিংমলগুলোতে শোভা পাচ্ছে রঙ-বেরঙের পোশাক। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীনভাবে চলছে ক্রয়-বিক্রয়। এরই মধ্যে সাধ ও সাধ্যের মধ্যে থেকে ঈদ বাজারে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।
এবারের ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয়। ভিড় হচ্ছে জুতা, প্রসাধনীসহ অন্যান্য দোকান গুলোতেও। এবারের ঈদের কেনাকাটায় মার্কেট গুলোতে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শার্ট-প্যান্ট, জিন্স প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবী-পাজামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, নারীদের শাড়ি, শার্ট পিস, প্যান্ট পিস, থ্রি-পিম, বেল্ট, জুতা, গেঞ্জি, লুঙ্গি ঈত্যাদি উল্লেখযোগ্য।
বিক্রেতারা বলেন, রমজানের প্রথমদিকে ক্রেতার উপস্থিতি কম থাকলেও এখন সন্তোষজনক রয়েছে। ক্রেতারা শুধু দেখতে আসছে না। পছন্দ হলে ক্রয় করেও নিয়ে যাচ্ছে।
ঈদের কেনাকাটা করতে আসা একজন ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি মনে হচ্ছে। তবে পছন্দনীয় অনেক পোশাক রয়েছে মার্কেটগুলোতে।