মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন: পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে এয়াজদাহুম উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩নং মারিশ্যা শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউছুল আজম বর্তমান যুগের মুসলিম মিল্লাতের হেদায়তের কান্ডারী।
মঙ্গলবার (২৬জানুয়ারি) রাঙ্গমাটি বাঘাইছড়ি উপজেলা পরিষদ ময়দানে এশায়াত মাহফিলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫১নং মক্কা শরীফ শাখার এশায়াত সম্পাদক আলহাজ¦ মাওলানা মুহাম্মদ ইছহাক মুনিরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জর্জ কোর্টের এড. মুহাম্মদ বেদারুল আলম, মাওলানা মুহাম্মদ বর্শি উদ্দীন আনসারী, মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী, প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।
উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির আরও বলেন, কাগতিয়ার গাউছুল আজম বর্তমান যুগের ইসলামের এক মহান পথ প্রদর্শক ও সুন্নাতে নববীর প্রচারক, আর যার অনুসৃত তরিক্বত হচ্ছে আত্মশুদ্ধি অর্জন ও সচ্চরিত্র গঠনের মাধ্যমে শরীয়তের পূর্ণ অনুসরণের দিকে ধাবিত করার একটি বলিষ্ঠ মাধ্যম। প্রতিষ্ঠার পর থেকে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচী পালনের মাধ্যমে শুধৃু দেশে নয়, সারাবিশ্বের তরুণ ও যুবকদেরকে দুর্নীতির বিরুদ্ধে, অনৈসলামিক সংস্কৃতি ও পোষাক-পরিচ্ছদে গা না ভাসাতে এবং মাদককে না বলতে আহবান জানাচ্ছে।
মাহফিলে এলাকার বহু গন্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক, শ্রমজীবি ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন, মাগরিবের পর থেকেই এলাকার বিভিন্ন পেশার মুসলমানেরা হুজুর কেবলার বক্তব্য শুনার জন্য মাহফিলস্থলে জমায়েত হতে শুরু করে, সন্ধ্যা ৭টার মধ্যে পুরো মাহফিলস্থল এর আশপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে যায়।
সভাপতির বক্তব্যে আলহাজ¦ মুহাম্মদ ইছহাক মুনিরী বলেন, যুগশ্রেষ্ঠ অলী কাগতিয়ার গাউছুল আজম মুসলিম মিল্লাতের অহংকার। আর এ গুণী ব্যক্তিত্বের আধ্যাত্মিক দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে বর্তমানে হাল ধরেছেন তাঁরই যোগ্য প্রতিনিধি মোর্শেদে আজম অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। যার মেধা, প্রজ্ঞা, কর্মতৎপরতা ও অবদানে শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের অগনিত যুবক ফিরে এসেছে শান্তি ও শৃঙ্খলার পথে।
এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, মাওলানা মুহাম্মদ শাহ জাহান নোমান, মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি জেলার সহকারী কমান্ডার আলহাজ¦ মুহাম্মদ আব্দুল লতিফ প্রমুখ।
মিলাদ ও কিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।